ক্ষতির লক্ষণ:

এটি ছত্রাকজনিত রোগ । এ রোগ হলে আখের পাতায় মাঝে মাঝে রক্তের ফোটার ন্যায় লাল দাগ দেখা দেয়। দাগের মাঝখানটা কালো হয়।

 

প্রতিকার :

১. নিচের দিকের আক্রান্ত পাতা অপসারণ করে পুড়িয়ে ফেলা ।

২.হেক্সাকোনাজল গ্রুপের কনটাফ ৫ইসি/ কনজা ৫ ইসি/ হেক্সাগোল্ড ৫ ইসি ১ মি. লি. প্রতি লিটার পানিতে মিশিয়ে ১২ দিন পর পর ২ বার স্প্রে করা ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. রোগাক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না।

পরবর্তীতে যা যা করবেন

১. রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে

২. রোগ প্রতিরোধ জাতের চাষ করতে হবে ।