লক্ষণ:

১. ধান গাছ মাঝে মাঝে খটো হয় বা বসে যায় ।

২. পুরোনো পাতা মরচে পড়া বাদামি বা কমলা রং ধারণ করে এবং কখনও কখনও কচি পাতা সাদাটে হয়ে যায় ।

৩. কুশি কম হয় ।

 

ব্যবস্থাপনা:

১. লক্ষণ দেখা গেলে জমির পানি সরিয়ে দিতে হবে এবং বিঘা প্রতি ১.৫ কেজি দস্তা সার উপরি প্রয়োগ করতে হবে।

২. অথবা জিঙ্ক সালফেট ০.৫% হারে অর্থাৎ প্রতি লিটারে ৫ গ্রাম হারে জিঙ্ক সালফেট পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন

১. জমি তৈরীর সময় জমি ভালভাবে সমান করুন।

২. মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার প্রয়োগ করুন।

৩. মাটিতে জৈব সার প্রয়োগ করুন।