পোকার ডিম থেকে বের হওয়ার পর সদ্যজাত লার্ভা
আদার গাছ ছিদ্র করে ভেতরে ঢুকে এবং গাছের অভ্যন্তরীণ অংশ খায়। আক্রান্ত গাছ হলুদ হয়ে
যায়। পরবর্তীকালে মাইজ পাতা শুকিয়ে যায়।
প্রতিকার :
·
আক্রান্ত গাছ সংগ্রহ এবং ধ্বংস করে
ফেলতে হবে।
·
অত্যধিক আক্রান্ত এলাকায় আক্রমণের
শুরুতে নিম্নলিখিত কীটনাশক ব্যবহার করতে হবে। ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক যেমন: ফাইফানন
২৫ ইসি বা কিলথিয়ন ৫৭ ইসি প্রতি লিটার পানিতে ২ মিলি হিসেবে আদা ক্ষেতে স্প্রে করতে
হবে। ।