এ রোগ হলে গাছের উপরের দিকের অংশে ছোট ছোট
পানি ভেজা বাদামী পড়ে। আস্তে আস্তে দাগগুলো বড় হয় এবং একাধিক দাগ একত্রিত হয়ে বড় দাগের
সৃষ্টি করে। দাগের চারদিকে হলুদ বলয় থাকে। পানের বাজার দর কমে যায়।
এর প্রতিকার হল :
১. আক্রান্ত পাতা ও লতা সংগ্রহ করে পুড়িয়ে
ফেলা।
২. আক্রমণ বেশি হলে কুপ্রাভিট ৪ গ্রাম / লি.
হারে পানিতে মিশিয়ে স্প্রে করা অথবা খৈলের সাথে মিশিয়ে প্রয়োগ করা।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. আক্রান্ত বরজ থেকে চারা/ কাটিং সংগ্রহ
করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. বারজ ও আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন
রাখা
২. রোগ সহনশীল জাত যেমন: বারি পান-১ ও পারি
পান-৩ চাষ করা।
২. শস্য পর্যায় অনুসরন করা।