লক্ষণ :

কান্ডে ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। আক্রান্ত গাছের পাতা সহ কান্ড হলুদাভ বাদামী রং ধারণ করে। এর ফলে পাতা ঝরে পড়ে, কান্ড ভেঙ্গে বা শুকিয়ে যায়। বর্ষার শেষে বা লতা নামানোর পর এ ক্ষতি নজরে পড়ে।

 

প্রতিকার :

১. পানের বরজে যেন রোদ সরাসরি না পড়ে সে জন্য ছায়ার ব্যবস্থা করা ।

২. আক্রান্ত লতা/কান্ড তুলে নষ্ট করা বা পুড়ে ফেলা। রোগমুক্ত লতা লাগানো।

৩. আক্রমণ বেশী হলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম ডাইথেন ৪৫ বা ৪ গ্রাম কুপ্রাভিট মিশিয়ে ব্যবহার করা।