ক্ষতির লক্ষণ:

আখের নিচের পাতায় কালচে লাল থেকে লাল রঙ্গের দাগ দেখা যায়। পরবর্তীতে পাতার নিচে পঁচন শুরু হয়। এবং টান দিলে উঠে আসে। খোলের নিচে ছত্রাকের কাল গুটি গুটি অংশ দেখতে পাওয়া যায় ।

 

প্রতিকার :

# রোগাক্রান্ত গাছ থেকে আক্রান্ত পাতা ও খোল আপসারণ করে মাটিতে পুতে অথবা পুড়িয়ে ফেলতে হবে ।

# জমিতে পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা নিতে হবে ।

হেক্সাকোনাজল গ্রুপের কনটাফ ৫ইসি/ কনজা ৫ ইসি/ হেক্সাগোল্ড ৫ ইসি ১ মি. লি. প্রতি লিটার পানিতে মিশিয়ে ১২ দিন পর পর ২ বার স্প্রে করা । 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. রোগাক্রান্ত জমিতে মুড়ি ইক্ষুর চাষ বন্ধ করতে হবে

 

পরবর্তীতে যা যা করবেন

১. রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে

২. আগাম চাষ করা আগাম চাষ অনুসরণ করা ।

৩. আখ কাটার পর পরিত্যক্ত অংশ ঐ জমিতেই পুড়িয়ে ফেলতে হবে ।

৪. প্রোভেক্স ২০০ ডব্লিউপি/ ম্যাপভেক্স ৭৫ ডব্লিউপি প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে আখ বীজ ৩০ মিনিট ধরে ভিজিয়ে শোধন করে রোপন করা।